আজকাল ওয়েবডেস্ক: ঘরভর্তি সহপাঠীরা। তাদের সামনে তুমুল বকাঝকা করেছিলেন শিক্ষক। এমনকী সকলের সামনে থাপ্পড় মেরেছিলেন। অপমানে মুখ নীচু করে দাঁড়িয়েছিল সে। কাঁদতে কাঁদতে স্কুলের উপরতলায় পৌঁছে যায়। সেখান থেকেই চরম পদক্ষেপ অষ্টম শ্রেণির পড়ুয়ার। ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে সে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। পুলিশ জানিয়েছে, অষ্টম শ্রেণির পড়ুয়া বেসরকারি স্কুলের ছাত্র ছিল। সেদিন সকালে ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক তাকে প্রচণ্ড বকাঝকা করেন। সহপাঠীদের সামনেই চড় মারেন। অপমানিত হয়ে স্কুলের মধ্যেই আত্মহত্যা করে। 

 

স্কুলঘরের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সহপাঠীদের সামনেই ওই ছাত্রকে হেনস্থা করেন শিক্ষিক। তখন মাথা নীচু করে দাঁড়িয়ে কাঁদছিল পড়ুয়া। ক্ষমা চাওয়ার পরেও, তাকে থাপ্পড় মারেন ওই শিক্ষিক। এরপর বাথরুমে যাওয়ার অনুমতি নিয়ে সে স্কুলের পাঁচতলায় উঠে যায়। সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়। 

 

রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে পড়ুয়ার বইয়ের মধ্যে একটি চিঠি পাওয়া গেছে। যেখানে এই চরম পদক্ষেপের জন্য মায়ের কাছে ক্ষমা চেয়েছে।